🏠︎ » সর্বশেষ » বিশ্ব » সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে গভীর উদ্বেগে যুক্তরাষ্ট্র

সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে গভীর উদ্বেগে যুক্তরাষ্ট্র

সিরিয়ার সেনা সদর দপ্তরে ইসরায়েলের বিমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক সংবাদ সম্মেলনে বলেন, এই ধরনের সহিংসতা যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টাকে ব্যাহত করছে।

তিনি বলেন, “আমরা এই ইস্যুতে জড়িত সব পক্ষের সঙ্গে কথা বলছি। আমরা আশা করছি, দ্রুত একটি সমাধান আসবে। তবে পরিস্থিতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন।”

পরবর্তীতে এক বিবৃতিতে রুবিও বলেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলের দ্রুজ-অধ্যুষিত সুয়েইদা শহরে সংঘর্ষ কেন্দ্র করেই ইসরায়েল এই অভিযান চালিয়েছে বলে দাবি করেছে।

তিনি আরও বলেন, “দক্ষিণ সিরিয়ায় চলমান সহিংসতা অত্যন্ত উদ্বেগজনক। এটি সেখানে একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ গঠনের চেষ্টার জন্য সরাসরি হুমকি।”

রুবিও নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্র সিরিয়া ও ইসরায়েল উভয় দেশের সরকারের সঙ্গে নিয়মিত ও নিবিড় যোগাযোগ রক্ষা করছে এই পরিস্থিতি নিয়ে। পাশাপাশি মার্কিন প্রশাসন চায়, সংঘাত নিরসনে কূটনৈতিক প্রক্রিয়া যেন অগ্রাধিকার পায়।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বেও ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছিলেন, বিশেষ করে গাজা ও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সময়। তবে বর্তমান প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

শেয়ার করুন

আরও পড়ুন

সর্বশেষ