🏠︎ » সর্বশেষ » রাজনীতি » সাদিক কায়েমকে ‘পাকিস্তানি’ বলায় ভুল স্বীকার করলেন বাম নেতা

সাদিক কায়েমকে ‘পাকিস্তানি’ বলায় ভুল স্বীকার করলেন বাম নেতা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমকে নিয়ে ‘পাকিস্তানি’ স্লোগান দেওয়ায় অবশেষে ভুল স্বীকার করলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি মেঘমল্লার বসু।

মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “সাদিক কায়েম পাকিস্তানি স্লোগানটি রাজনৈতিকভাবে ইনকারেক্ট। এই স্লোগান দেওয়া আমার ঠিক হয় নাই। ইট ওয়াজ বিনিথ মি। ভবিষ্যতে এই প্রজন্মের শিবিরের নেতাদের নিয়ে এহেন স্লোগান দেওয়া থেকে বিরত থাকব। কমরেডরাও সচেতন থাইকেন।”

উল্লেখ্য, ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবির একটি ছবি প্রদর্শনীর আয়োজন করে। সেখানে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতাসহ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবিও প্রদর্শন করা হয়। এই ইস্যুতে বিক্ষোভ করে বাম ছাত্র সংগঠনগুলো।

বিক্ষোভ চলাকালে ছাত্র ইউনিয়নের নেতা মেঘমল্লার বসু স্লোগান দেন— “সাদিক কায়েম পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি।” তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থী মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এরপরই তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করে পোস্ট দেন এবং ভুল স্বীকার করেন। তার এই পোস্টের মাধ্যমে বোঝা যায়, তিনি ভবিষ্যতে এ ধরনের স্লোগান থেকে বিরত থাকার অঙ্গীকার করেছেন।

এই ঘটনাটি বর্তমান সময়ের রাজনীতি ও ছাত্র রাজনীতির পরিমণ্ডলে নেতাদের রাজনৈতিক শিষ্টাচার এবং সংবেদনশীলতা নিয়ে নতুন করে ভাবনার জায়গা তৈরি করেছে।

শেয়ার করুন

আরও পড়ুন

সর্বশেষ