বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধ, কাদা ছোড়াছুড়ি ও দোষারোপের রাজনীতি দিন দিন বেড়েই চলেছে। এই প্রেক্ষাপটে ইসলামিক জনকল্যাণ পার্টির চেয়ারম্যান মুফতি আব্দুল হান্নান ফয়েজী এক গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন—
“রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতেই পারে, কিন্তু সেটি যেন জনগণের স্বার্থকে পেছনে ফেলে রাজনৈতিক সংঘাতের রূপ না নেয়। আমরা চাই, দলমত নির্বিশেষে সবাই মিলে জনগণের কল্যাণে কাজ করুক।”
🔷 রাজনৈতিক নৈতিকতা ফিরিয়ে আনার তাগিদ
মুফতি ফয়েজী বলেন, “রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত দেশের উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করা। কিন্তু আজ আমরা দেখছি—দলীয় স্বার্থে পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি, সামাজিক বিভেদ ও অনৈতিক কথাবার্তাই যেন রাজনীতির প্রধান রূপ হয়ে উঠেছে। এটা কোনো সুস্থ রাষ্ট্রের লক্ষণ নয়।”
ইসলাম শান্তি, ঐক্য ও সহনশীলতার ধর্ম—এ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন,
“যখন মুসলিমরা পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হয়, তখন উম্মাহ দুর্বল হয়। রাষ্ট্রীয় রাজনীতিতেও একই কথা প্রযোজ্য। কাদা ছোড়াছুড়ির রাজনীতি পরিহার করে একে অপরের মতামতকে সম্মান জানানো উচিত।”
বর্তমান রাজনৈতিক সংস্কৃতির কারণে তরুণ প্রজন্মের মাঝে হতাশা তৈরি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। “যদি রাজনৈতিক অস্থিরতা, হানাহানি ও দোষারোপের সংস্কৃতি চলতেই থাকে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম রাজনীতির প্রতি আগ্রহ হারাবে, যা গণতন্ত্রের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হবে।”
মুফতি হান্নান ফয়েজী সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বলেন,
“জনগণ আমাদেরকে দেখছে। আমাদের আচরণ, আমাদের কথাবার্তা, সবই তাদের ওপর প্রভাব ফেলে। আসুন, আমরা হানাহানি নয়—জনগণের কল্যাণকেই মূল লক্ষ্য বানাই।”