🏠︎ » সর্বশেষ » রাজনীতি » মুরাদনগরে তিন খুন: ইসলামিক জনকল্যাণ পার্টির চেয়ারম্যানের প্রতিবাদ

মুরাদনগরে তিন খুন: ইসলামিক জনকল্যাণ পার্টির চেয়ারম্যানের প্রতিবাদ

বাংলাদেশে আবারও আলোচিত হলো একটি মর্মান্তিক হত্যাকাণ্ড। কুমিল্লার মুরাদনগরের চরপাড়া গ্রামে বুধবার গভীর রাতে মা-মেয়েসহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই নির্মম ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

ইসলামিক জনকল্যাণ পার্টির চেয়ারম্যান মুফতি আব্দুল হান্নান ফয়েজী এক বিবৃতিতে বলেন,

“কুমিল্লার এই হত্যাকাণ্ড শুধু তিনটি জীবন শেষ করেনি, এটি আমাদের সমাজে নৈতিকতা ও মানবিকতার চরম সংকটের বহিঃপ্রকাশ। পরিবার, সমাজ ও রাষ্ট্র — কারো প্রতি আর কারো ভরসা নেই বলেই এমন নির্মম ঘটনা ঘটে চলেছে।”

তিনি আরও বলেন,

এই জাহিলিয়াত রুখতে হলে ইসলামী আদর্শে সমাজকে গড়ে তুলতে হবে। রাষ্ট্রকে কেবল অপরাধীর বিচার করলেই হবে না, শিকড় থেকে অন্যায় নির্মূল করার জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।”

ঘটনার বিস্তারিত অনুযায়ী, নিহতরা হলেন রওশন আরা (৪৫), তার কন্যা সুমাইয়া (১৭) ও আত্মীয় মনির হোসেন (৩৫)। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাদের ওপর হামলা চালায়। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং প্রাথমিকভাবে পারিবারিক শত্রুতার সম্ভাবনার কথা জানিয়েছে। সন্দেহভাজন দুজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে।

মুফতি হান্নান ফয়েজী বলেন,

“আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে। একই সঙ্গে সমাজের প্রতিটি স্তরে নৈতিক শিক্ষা বিস্তারের জন্য রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে।”

তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

আরও পড়ুন

সর্বশেষ