
তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও উদীয়মান রাজনীতিক থালাপতি বিজয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। পাশাপাশি, তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে-কে রাজনৈতিক শত্রু হিসেবে উল্লেখ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) মাদুরাইয়ের পারাপাথিতে অনুষ্ঠিত তার দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)-এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজারো সমর্থকের সামনে বিজয় ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এককভাবে লড়াইয়ের ঘোষণা দেন। তিনি স্পষ্টভাবে জানান, এই নির্বাচনে তার দল কোনো জোটে যাবে না।
সমাবেশে বিজয় বলেন, “আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আর রাজনৈতিক শত্রু ডিএমকে। টিভিকে কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া ব্যবসা চালায় না, কাউকে ভয়ও পায় না। পুরো তামিলনাড়ুর শক্তি আমাদের সঙ্গে আছে। চলুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।”
তিনি নিজের বক্তব্যে সিংহের উদাহরণ টেনে বলেন, “সিংহ সব সময় সিংহই থাকে। একবার গর্জন করলে আট কিলোমিটার পর্যন্ত কম্পন সৃষ্টি করে। অনেক শিয়াল থাকলেও সিংহই জঙ্গলের রাজা। সিংহ জানে কীভাবে টিকে থাকতে হয়।”
বিজেপি ও নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বিজয় আরও বলেন, “আপনারা হয়তো ভাবছেন ২০২৯ সাল পর্যন্ত যাত্রা মসৃণ হবে। কিন্তু তামিলরা বিজেপির সঙ্গে থাকবে না। যেমন পদ্মপাতায় জল আটকে থাকে না, তেমনি বিজেপির সঙ্গেও তামিল জনগণ থাকবে না।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তামিলনাড়ুতে ডিএমকে ও এআইএডিএমকের বিকল্প হিসেবে তৃতীয় শক্তি হয়ে উঠতে চাইছেন থালাপতি বিজয়। দক্ষিণী সিনেমার এই সুপারস্টার গত বছর টিভিকে প্রতিষ্ঠার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন হবে তার প্রথম বড় রাজনৈতিক পরীক্ষা।