🏠︎ » সর্বশেষ » তথ্যপ্রযুক্তি » ফেসবুকের বাংলাদেশ অফিস স্থাপনের দাবিতে প্রথম কণ্ঠস্বর জনাব এ.বি.এম. সিরাজুল হক সাজিদ

ফেসবুকের বাংলাদেশ অফিস স্থাপনের দাবিতে প্রথম কণ্ঠস্বর জনাব এ.বি.এম. সিরাজুল হক সাজিদ

২০১৮ সালে বাংলাদেশে ফেসবুকের একটি শাখা অফিস স্থাপনের দাবিতে প্রথমবারের মতো কণ্ঠস্বর উত্থাপন করেন জনাব এ.বি.এম. সিরাজুল হক সাজিদ। তিনি তৎকালীন সময়েই বিষয়টির প্রতি সরকারের মনোযোগ আকর্ষণ করে বলেন, “বিশ্বের অন্যতম প্রভাবশালী এই প্রযুক্তি প্ল্যাটফর্মের সরাসরি উপস্থিতি ছাড়া ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব।”

জনাব সাজিদ, যিনি অনলাইন কমিউনিকেশন সোসাইটি–র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বেঙ্গল ল্যাবরেটরিজ ও বেঙ্গল চ্যানেল ২৪–এর ব্যবস্থাপনা পরিচালক, তখন থেকেই দেশীয় ডিজিটাল অবকাঠামোতে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের অংশগ্রহণের গুরুত্ব অনুধাবন করেছিলেন।

সম্প্রতি এক টেলিভিশন আলোচনায় অংশ নিয়ে তিনি পুনরায় বিষয়টি সামনে আনেন। আলোচনায় তিনি বলেন:

“আজকের সমাজে গুজব, ভুয়া তথ্য এবং সাইবার অপরাধ ভয়াবহ আকার ধারণ করেছে। দেশের তরুণ প্রজন্ম ভার্চুয়াল জগতে প্রতিনিয়ত অনিরাপদ হয়ে পড়ছে। এ থেকে উত্তরণের জন্য ফেসবুকের একটি সক্রিয় অফিস এখন সময়ের দাবি।”

তিনি আরও যুক্ত করেন:

  • ফেসবুক অফিস থাকলে কনটেন্ট রিপোর্টিং ও রিভিউ প্রক্রিয়া দ্রুততর হবে
  • হ্যাকিং ও অনলাইন হয়রানি রোধে দেশে বসেই ফেসবুক টিম থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব
  • গুজব, উস্কানিমূলক কনটেন্ট ও বিভ্রান্তিকর প্রচার নিয়ন্ত্রণে সরকার এবং ফেসবুকের মধ্যে সরাসরি সমন্বয় গড়ে উঠবে

⚠️ সামাজিক অবক্ষয়ের বাস্তবতা:

বর্তমানে বাংলাদেশে সামাজিক অবক্ষয় একটি গভীর এবং ক্রমবর্ধমান সংকট। ডিজিটাল মিডিয়ার প্রসার যেমন ইতিবাচক দিক উন্মোচন করেছে, তেমনি এর অপব্যবহার সমাজে নানা নেতিবাচক প্রভাব ফেলছে।

বিশেষজ্ঞদের মতে,

  • তরুণ প্রজন্মের একটি অংশ ভার্চুয়াল আসক্তিভুয়া পরিচয়ে সম্পর্কঘৃণামূলক বক্তব্য এবং অনৈতিক কনটেন্ট–এ জড়িয়ে পড়ছে
  • সাইবার বুলিংনারীকে লক্ষ্য করে ডিজিটাল হয়রানিচক্রবদ্ধ হ্যাকিং গ্রুপ–এর কারণে সামাজিক নিরাপত্তা হুমকির মুখে
  • শিক্ষার্থী ও কিশোর-কিশোরীদের মধ্যে আত্মহত্যা প্রবণতা বাড়ছে, যার পেছনে সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব বড় কারণ হয়ে উঠছে

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে স্থানীয়ভাবে জবাবদিহির আওতায় আনতে না পারলে ভবিষ্যতে এই সমস্যা আরও ভয়াবহ হতে পারে। এ প্রেক্ষাপটে জনাব এ.বি.এম. সিরাজুল হক সাজিদের ২০১৮ সালের এই দাবিটি শুধু সময়োপযোগী নয়, বরং একটি দূরদর্শী পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

জনসচেতনতায় আমাদের অবস্থান:

BanglaChannel24 বিশ্বাস করে, একটি প্রযুক্তিনির্ভর সমাজে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোরও নৈতিক ও সামাজিক দায় রয়েছে। ফেসবুকের অফিস স্থাপন কেবল প্রযুক্তিগত সুবিধা নয়, এটি হবে একটি সামাজিক ও নিরাপত্তা কাঠামোর অংশ।

আমরা এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মতামত ও সংহতি কামনা করি |

শেয়ার করুন

আরও পড়ুন

সর্বশেষ