
বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র গঠনে অবিস্মরণীয় অবদান রাখা শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকায় আয়োজিত এক দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামিক জনকল্যাণ পার্টির চেয়ারম্যান মুফতি আব্দুল হান্নান ফয়েজী। তিনি মাহবুব আলী খানের জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “তিনি ছিলেন একজন দেশপ্রেমিক, শৃঙ্খলাপরায়ণ এবং মানবসেবায় নিবেদিতপ্রাণ রাষ্ট্রনায়ক। এমন মানুষদের আত্মত্যাগ জাতিকে পথ দেখায়।”

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ও শহীদ মাহবুব আলী খানের কন্যা ডা. জোবাইদা রহমান, এবং তাঁদের কন্যা জাইমা রহমান।
তিন প্রজন্মের এই উপস্থিতি মাহবুব আলী খানের পরিবারের ঐতিহ্য ও দেশের প্রতি দায়বদ্ধতার অনন্য নিদর্শন হিসেবে ধরা দেয়।
প্রবীণ এ রাষ্ট্রনায়কের স্মরণে শুধু ঢাকায় নয়, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ নানা স্থানে আয়োজন করা হয় কুরআন খতম, স্মৃতিচারণ ও জনকল্যাণমূলক কর্মসূচি।
লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে মাহবুব আলী খান স্মৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠিত হয় কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল। সন্ধ্যায় রয়েল রিজেন্সি হলে হয় আলোচনা সভা ও স্মৃতিচারণ। আগামীকাল তাঁর পরিবারের পক্ষ থেকে ফুড ব্যাংকে খাদ্য বিতরণ এবং ইসলামিক রিলিফে দান কার্যক্রম পরিচালিত হবে।

এছাড়াও যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার দারুল হিকমাহ ইসলামিক সেন্টার এবং নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসেও অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া মাহফিল।
উল্লেখ্য, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন একজন আদর্শ দেশপ্রেমিক, রাষ্ট্রনায়ক ও সমাজসেবক। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (BNP) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর এবং সাবেক নৌবাহিনী প্রধান ও কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
তার জীবন ও কর্ম বাংলাদেশের ইতিহাসে অনন্য স্থান অধিকার করে আছে।