মিরপুরের চেনা কন্ডিশনে ফিরে যেন নিজের হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হওয়া টাইগাররা এবার ঘরের মাঠে প্রতিশোধের মিশনে নেমেই দারুণ জয় তুলে নিয়েছে। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে পাত্তাই দিল না লিটন দাসের নেতৃত্বাধীন দল।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান অলআউট হয় মাত্র ১১০ রানে। জবাবে ব্যাট হাতে কিছুটা প্রতিরোধের পরও ১৫ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
লক্ষ্য ছোট হলেও শুরুটা ভালো হয়নি টাইগারদের। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ইনফর্ম ওপেনার তানজিদ তামিম। এরপর লিটন দাসও ব্যর্থ হন। ৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। তবে এরপরই দৃঢ়তা দেখান পারভেজ ইমন ও তাওহিদ হৃদয়।
তৃতীয় উইকেটে তাদের ৭৩ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ৩৭ বলে ৩৬ রান করেন হৃদয়। অন্যদিকে, ফিফটি তুলে নিয়ে দলের জয় নিশ্চিত করেন ইমন। ৩৯ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে অপরাজিত ছিলেন জাকের আলী (১৫)।
পূর্বে বল হাতে দারুণ নৈপুণ্য দেখায় বাংলাদেশের বোলাররা। ইনিংস ওপেন করেন শেখ মেহেদি, শুরুতেই ব্রেকথ্রু পেতে পারতেন তিনি, তবে ফখরের ক্যাচ মিস করেন তাসকিন। যদিও দ্বিতীয় ওভারেই সেই ভুল পুষিয়ে নেন তাসকিন, ফিরিয়ে দেন সায়িম আইয়ুবকে।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। মেহেদি, তানজিম সাকিব, মুস্তাফিজ, সবাই ছিলেন কার্যকর। পাওয়ার প্লের মধ্যে ৪১ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান।
ফখর জামান একপ্রান্ত আগলে রেখে চেষ্টা করলেও রান আউটে থামেন ৪৬ রানে। বাকিরা ছিলেন ব্যর্থ। শেষদিকে খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদির ৩৩ রানের জুটি কিছুটা স্বস্তি দিলেও তা যথেষ্ট ছিল না।
মুস্তাফিজুর রহমান ছিলেন দুর্দান্ত—৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন। তাসকিন আহমেদ পান ৩ উইকেট। এছাড়া তানজিম সাকিব ও মেহেদি হাসান পান একটি করে উইকেট।
সব মিলিয়ে, বল ও ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সে পাকিস্তানকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। সিরিজে ১-০ তে এগিয়ে গেল লিটনরা।